Join with Us
Rules and regulations for joining
[ নিয়মাবলী ]
বিশ্বাসযোগ্যতা
সক্রিয়তা
সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মানুষের সহযোগিতা করার জন্য সবসময় সক্রিয় এবং তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে সবসময় মানুষের পাশে থাকাই হলো আমাদের অঙ্গীকার আর এই অঙ্গীকারকে বাস্তবায়নের ক্ষমতা ওন্দা যুব সমাজের সদস্যের মধ্যে থাকতে হবে ।
দায়বদ্ধতা
মানুষের প্রতি তথা সমাজের প্রতি সর্বোপরি দেশের প্রতি দায়বদ্ধতা মানুষকে সামাজবান্ধবে পরিণত করে। তাই মানুষের সহযোগিতা করতে হলে আগে সেই সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন। কাজের মাধ্যমে আপনার সেই দায়বদ্ধতা পর্যালোচনা করে সদস্যপদ দেওয়া হবে ।
আর্থিক সহযোগিতা
ওন্দা যুব সমাজ যেহেতু একটি NGO এবং আমরা কোনোপ্রকার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই তাই আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলি সদস্যদের এবং কিছু শুভচিন্তক ব্যক্তিবর্গের সহযোগিতায় রূপায়িত হয়। এটি সদস্যরা মাসিক এবং অন্যান্য শুভচিন্তকরা কর্মকাণ্ড হিসেবে ডোনেট করে থাকেন। সদস্যদের জন্য এটি সর্বনিম্ন মাসিক ৩০ টাকা। তবে বিশেষভাবে এটি বাধ্যতামূলক নয়।
ভ্রষ্টাচারবর্জিত
আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেকোনো রাজনৈতিক দলের অনুগত হতে পারেন কিন্তু ওন্দা যুব সমাজের কাজে অংশগ্রহণ করার সময় বা কর্মকাণ্ড চলাকালীন রাজনৈতিক মনোভাব সম্পূর্ণ বর্জন করতে হবে। সদস্যকে অবশ্যই যেকোনো রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ হতে হবে। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমস্যাকে সমানভাবে বিচার করি।
সম্মান ও শিষ্টাচার
সদস্যকে অবশ্যই অভিনব চিন্তাধারাসম্পন্ন হতে হবে, কারণ অভিনব চিন্তাধারাই পারে বিভিন্ন কাজকে এবং মানুষকে উন্নত করে তুলতে। সংগঠনের সকল সদস্যের হিতসাধনকারী মতামতকে পর্যালোচনা করে তা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।সর্বোপরি সকল সদস্যের বিভিন্ন মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার রয়েছে সংগঠনের।
নেশামুক্ততা
সংগঠনের কাজ চলাকালীন অথবা অফিসে কোনো সদস্য নেশা করে প্রবেশ করা চলবে না এবং মদ্যপ অবস্থায় কোনোমতেই সংগঠনের আলোচনাসভা এবং মিটিং-মিছিলে যোগদান করতে পারবেন না। যদি এর অন্যথা হয় তবে সেই সদস্যের সদস্যপদ বাতিল করা হবে এবং তার ওপর আইনানু গব্যবস্থা গ্রহণ করা হবে ।
উপস্থিতি
সংগঠন নির্ধারিত মিটিং-মিছিলে এবং বিভিন্ন সামাজিক কাজে প্রতিমাসে অন্তত তিনটিতে অংশগ্রহণ করতে হবে। তা না হলে পরবর্তী দুমাস অংশগ্রহণের হারের পর্যালোচনা করে আপনার সদস্যপদ বাতিল করা হবে। ব্যক্তিগত ও সরকারি বিশেষ অসুবিধাগুলি মার্জনা করা হবে। কিছু কিছু সদস্য যারা কাজের সূত্রে বাইরে থাকেন অথবা যারা এমার্জেন্সি পরিষেবায় যুক্ত থাকেন তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়।
অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষতা
আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেকোনো রাজনৈতিক দলের অনুগত হতে পারেন কিন্তু ওন্দা যুব সমাজের কাজে অংশগ্রহণ করার সময় বা কর্মকাণ্ড চলাকালীন রাজনৈতিক মনোভাব সম্পূর্ণ বর্জন করতে হবে। সদস্যকে অবশ্যই যেকোনো রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ হতে হবে। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমস্যাকে সমানভাবে বিচার করি।l
অভিনব চিন্তাধারাসম্পন্ন
সদস্যকে অবশ্যই অভিনব চিন্তাধারাসম্পন্ন হতে হবে; কারণ অভিনব চিন্তাধারাই পারে বিভিন্ন কাজকে এবং মানুষকে উন্নত করে তুলতে। সংগঠনের সকল সদস্যের হিতসাধনকারী মতামতকে পর্যালোচনা করে তা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।সর্বোপরি সকল সদস্যের বিভিন্ন মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার রয়েছে সংগঠনের।
নেশামুক্ততা
সংগঠনের কাজ চলাকালীন অথবা অফিসে কোনো সদস্য নেশা করে প্রবেশ করা চলবে না এবং মদ্যপ অবস্থায় কোনোমতেই সংগঠনের আলোচনাসভা এবং মিটিং-মিছিলে যোগদান করতে পারবেন না। যদি এর অন্যথা হয় তবে সেই সদস্যের সদস্যপদ বাতিল করা হবে এবং তার ওপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
উপস্থিতি
সংগঠন নির্ধারিত মিটিং-মিছিলে এবং বিভিন্ন সামাজিক কাজে প্রতিমাসে অন্তত তিনটিতে অংশগ্রহণ করতে হবে। তা না হলে পরবর্তী দুমাস অংশগ্রহণের হারের পর্যালোচনা করে আপনার সদস্যপদ বাতিল করা হবে। ব্যক্তিগত ও সরকারি বিশেষ অসুবিধাগুলি মার্জনা করা হবে। কিছু কিছু সদস্য যারা কাজের সূত্রে বাইরে থাকেন অথবা যারা এমার্জেন্সি পরিষেবায় যুক্ত থাকেন তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়।
উপরের শর্ত গুলিতে সম্মতি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন
Have any questions call?
Sudipan Pal 8001989733
Office open all day
08:00 am – 08:00pm
Sunday to Saturday
Need some help email?
ondayuvosomaj@gmail.com
contact@ondayuvosomaj.in